এভাবে কেটে যাবে মোর
অনেকটা দিন
যতদিন বাঁজাও তুমি
ঐখানে বীণ -(২)
তোমার বীণের সুরে
আমার শরীরে জাগে -(২)
শত বেদনার
শত শারমিন
এভাবে কেটে যাবে মোর
অনেকটা দিন -(২)
প্রিয়া ! শোন যদি কথা তুমি
পাবে তুমি মালা দুটে
আর নাহি বাঁজাবে
কোনদিন বীণ !
এভাবে কেটে যাবে মোর
অনেকটা দিন
যতদিন বাঁজাও তুমি
ঐখানে বীণ -(৩)
তারিখ -১৪/০৯/২০০৪
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০